শ্রমজীবীসহ সকল মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নের দাবি তরিকুল সুজনের

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক মো. শরীফের সভাপতিত্বে এবং সংগঠক শাহ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতির নেতৃবৃন্দ মোহাম্মদ ফরিদ, আবদুল করিম, মো. আফসার, মো. নেসার।
তরিকুল সুজন বলেন, “সামনে ঈদ। ঈদকে কেন্দ্র করে শ্রমজীবীরা নানান হয়রানি-ভোগান্তির শিকার হন। স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার সময় ট্রেন, লঞ্চ, বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করে। ঈদ যাত্রায় বাস দুর্ঘটনা, লঞ্চডুবির মতো ঘটনা ঘটে। ট্রেনের ছাদে উঠে ঝুঁকি নিয়ে যেতে হয়। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যেকোনো মূল্যে ঈদ যাত্রাকে নিরাপদ করতে হবে এবং সব পক্ষের সঙ্গে বসে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে গরীব মারার রাজনীতি চলে। গরীবকে ঠকিয়েই বড়লোকদের ঈদের উৎসব হয়। শ্রমজীবীদের ঠকিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। উৎসব সকলের জন্য, তাই গরীব মানুষকে সহযোগিতা করতে হবে। শ্রমজীবীদের জীবনযাত্রা সহজ করতে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে এবং প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।”