গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন

২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ ঈদ বোনাস, সকল বকেয়া ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ছাঁটাই-নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি হাসনাত কবীর, বিসিক শিল্পাঞ্চল শাখার সভাপতি নূর হোসেন সর্দার, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার হোসেন খান।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ঈদ নিয়ে শ্রমিকদের মধ্যে হতাশা বিরাজ করছে। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই পরিবারের জন্য ভালো খাবার ও নতুন জামাকাপড় কেনার কথা ভাবতে পারে। কিন্তু কম মজুরির কারণে শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ করেও যথেষ্ট আয় করতে পারেন না। তার ওপর মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সংকট তৈরি করে। অনেক কারখানায় হাফ বোনাস দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে ৫০০-১০০০ টাকা বকশিশ দেওয়া হয়, আবার কেউ কেউ সেটাও দেয় না।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়, অথচ যাদের উৎপাদনের কারণে দেশ বৈদেশিক মুদ্রা আয় করে, সেই শ্রমিকদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে।
তারা বলেন, শ্রমিকদের মার্চ মাসের বেতন পাওয়া ন্যায্য অধিকার। ঈদের শেষ মুহূর্তে বেতন-বোনাস পরিশোধ করা হলে শ্রমিকরা কেনাকাটা করতে পারেন না এবং গ্রামে ফেরার প্রস্তুতি নিতে সমস্যা হয়। তাই কমপক্ষে ১০ দিন আগে অর্থাৎ ২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস, সকল বকেয়া ও মার্চ মাসের বেতন পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বেতন-বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে যদি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়, তাহলে তার জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
এসময় তারা ৪ মাস ধরে বন্ধ থাকা মাস্টার টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের সকল প্রাপ্য পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানান।