০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ১৩ মার্চ ২০২৫

কুতুবপুর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কুতুবপুর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গণসংহতি আন্দোলন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, ফতুল্লা থানার আহ্বায়ক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, কুতুবপুর ৯নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, সদস্য সচিব নয়ন দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও জনগণ এখনো পুরোপুরি স্বস্তিতে নেই। দেশজুড়ে নারী নিপীড়ন, ছিনতাই, রাহাজানি, হত্যার ঘটনা বাড়ছে, যা মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত কঠোর অবস্থান নিয়ে এ ধরনের অপরাধ দমন করা।

তিনি আরও বলেন, হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সরকার পরিচালনার ক্ষেত্রে শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের সুচিকিৎসার বিষয়ে যে উদাসীনতা দেখা যাচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।

নারায়ণগঞ্জের অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান ৭.৮৪ শতাংশ। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরি জেলার মর্যাদা দেওয়া হয়েছে, যা অবহেলার প্রমাণ। তিনি দ্রুত নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরি জেলার মর্যাদা দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং গণঅভ্যুত্থানের চেতনায় দেশ পরিচালনার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়