নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে: আরাফাত

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেছেন, আওয়ামী লীগ একটি গঠনতান্ত্রিক দল। মাঝে মাঝে আষাঢ়ের বৃস্টি আসবে আবার চলে যাবে। কিন্তু ত্যাগীরা থেকে যায়। বন্দরে বিভিন্ন প্রোগ্রামে আমার নামে বাজে মন্তব্য করা হচ্ছে সেটা নিয়ে কোন মন্তব্য নেই। তবে আমি ত্যাগী নেতা বিভিন্ন সময় আমি জেল খেটে অত্যাচার সহ্য করে রাজনীতি করছি। বর্তমান সভাপতি-সেক্রেটারীর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
বুধবার (১০ জুলাই) বিকেলে দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওতাধীন সদর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ আয়োজনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছেন আত্মসমালোচনা করতে, অন্যের সমালোচনা করতে না। নারায়ণগঞ্জ বহু ত্যাগী নেতা আছে। কিন্তু যথেষ্ঠ মূল্যায়নের অভাবে তারা দুরে। কি হচ্ছে নারায়ণগঞ্জে? আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি ধমক দিবেন তাদের যারা আপনার মাখা তামাক খায়। আমাদের বেলায় কথা বলতে গেলে খুব সাবধান।
১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মনার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান শাকিল, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহ আলম, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধা, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা ভিপি জামির হোসেন রনী, শফিউল বাশার বাবু, আল আমিন, হৃদয়, রিশাদ, সাহেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।