২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৫, ১৬ মার্চ ২০২৫

আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) নারায়ণগঞ্জ চাষাড়ার একটি রেস্টুরেন্টে ইফতার পরবর্তী এক সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মর্তুজা শরিফুল ইসলাম, সদস্য সচিব আবদুল আউয়াল সরকার, কোষাধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান জুয়েল, সদস্য মো. রমিজ উদ্দিন, কাজী খালেদ কায়েস বাপ্পী, মো. কামরুল ইসলাম, হাসান নাসির আহমেদ রুবেল, মো. মফিজুর রহমান আলামিন, মো. সাজ্জাদ হোসেন, মো. শাহাজাদা, মো. লিটন প্রধান, মো. মোক্তার হোসেন, ইমরুল ইসলাম সুইট, মো. তামিম রায়হান, মো. মোস্তাফিজুর রহমান তিলক।

আগামী ২০২৬ সালে ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্ণ করবে। এই উপলক্ষে আগামী তিন মাসে প্রাক্তন ছাত্রদের তথ্য সংগ্রহ এবং সারাদেশের সকল আইইটিয়ানদের শতবর্ষ উদযাপনের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কমিটির পক্ষ থেকে স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন, সেনিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, একাডেমিক ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহায়ক কার্যক্রম আরও কার্যকর করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।

একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করে ভবিষ্যতে স্কুলের উন্নয়ন কার্যক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়