ক্যাম্পেইনে সাড়ে ৩ লাখ শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস

"ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে "জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫" এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে সদর উপজেলা কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্যের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইয়াছমিন নাহার ও জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, উপজেলা ইপিআই টেকনোলজিস্ট নাজিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ঝর্ণা রানী দাসসহ অন্যান্যরা।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার ৫০৬ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
সে লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ২৪৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৮ হাজার ২১২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
তবে, যেসব শিশু অসুস্থতা বা অন্যান্য কারণে উপস্থিত হতে পারেনি, তাদের জন্য পরবর্তীতে টিকা কেন্দ্রগুলোতে পুনরায় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
ক্যাম্পেইনে স্থায়ী ও অস্থায়ী ১,০৫৬টি টিকা কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়, যেখানে প্রতি কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ৩ জনের টিম ক্যাম্পেইন বাস্তবায়ন করে।