১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ২৯ মে ২০২৪

জাপানে বাংলাদেশি অভিজ্ঞ কর্মীদের ব্যাপারে আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত

জাপানে বাংলাদেশি অভিজ্ঞ কর্মীদের ব্যাপারে আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত

জাপানে বাংলাদেশি অভিজ্ঞ কর্মীদের ব্যাপারে আগ্রহ বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিওনারি। বুধবার (২৯ মে) সকালে জাপানের নারুতো ও বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটির মধ্যে ‘বন্ধুত্ব চুক্তির’ বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও উপস্থিত ছিলেন।

বর্ষপূর্তির এই আয়োজনে উপস্থিত হয়ে আনন্দ প্রকাশ করে জাপানিজ রাষ্ট্রদূত ইয়োমা কিমিওনারি বলেন, ‘জাপান ও বাংলাদেশের দুই সিটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফলপ্রসু করতে উভয়ের প্রচেষ্টার জন্য আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখানে বিভিন্ন ব্যবসায়ী কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত আছেন যারা বাংলাদেশ থেকে জাপানে কর্মী যাওয়া-আসার কাজের সাথে জড়িত। আমি জেনেছি, জাপানে বাংলাদেশি অভিজ্ঞ কর্মীদের ব্যাপারে আগ্রহ বাড়ছে। আশা করবো, এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

দুই সিটির মধ্যে এই সম্পর্ক বজায় রাখতে জাপানিজ অ্যাম্বাসি সবসময় সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন এই রাষ্ট্রদূত।

দুই দেশের গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাপানের নারুতো ও বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটির মধ্যে ‘বন্ধুত্ব চুক্তির’ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সকাল দশটায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়, চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

গত বছরের ২৮ মার্চ ‘ফ্রেন্ডশীপ সিটি’ হিসেবে দুই দেশের নারায়ণগঞ্জ ও নারুতো সিটির মধ্যে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিনিময়ে চুক্তি স্বাক্ষর হয়।

জাপান ও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে এই সময় সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত মিনিপ্লেক্স সিনেস্কোপে একটি জাপানি চলচ্চিত্রও প্রদর্শিত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সিটি কাউন্সিলর কামরুল ইসলাম মুন্না, মো. মনিরুজ্জামান, নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, শাওন অংকন, সানিয়া সাউদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের সভাপতি জয় কে রায় চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়