আসলাম সানির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ

শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তী কালারটেক্স লিমিটেডের মালিক এ এইচ এম আসলাম সানির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৭ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তি কালারটেক্স লিমিটেডের মালিক এ এইচ এম আসলাম সানি তার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করেছে।
নারায়ণগঞ্জে ক্রোনী গ্রুপের ক্রোনী অ্যাপারেলস ও অবন্তী কালার টেক্সের শ্রমিকদের বেতন বকেয়া গত কয়েকমাস যাবৎ নিয়মিত পরিশোধ করা হচ্ছিল৷ গত বছরের ডিসেম্বর থেকে কারখানাগুলোর শ্রমিকরা প্রতিমাসেই বকেয়া বেতন নিয়ে অসন্তোষ দেখানো শুরু করে৷