০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ৩০ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রতনদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

নিহত ব্যক্তির নাম নয়ন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার সহকর্মী আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল হক (৪০), সজীব মিয়া (৩০), আকবর আলী (৫০), হৃদয় মিয়া (২৫), রকেট (২৫), রুবেল মিয়া (২৫), তানভীর মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (২৬)।

তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি কাজী ওয়াহিদ।

স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কাজশেষে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। মহাসড়কে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে নয়ন নামে ওই রাজমিস্ত্রি ছিটকে মহাসড়কে পড়ে মারা যান।”

এ ঘটনায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ট্রাক ও তার চালককে শনাক্ত করা যায়নি বলে জানান কাঁচপুর থানার ওসি।

সর্বশেষ

জনপ্রিয়