০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৯, ১৫ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

"ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এ কর্মসূচি উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৬৫টি ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন,"ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি হয়, স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং রাতকানা রোগ প্রতিরোধ করা যায়। এছাড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর হার হ্রাস করে। আমরা আশা করছি, উপজেলায় কোনো শিশু এই কর্মসূচির বাইরে থাকবে না।"

এই বছর প্রথমবারের মতো উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চালু করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে কেনাকাটা করতে আসা শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন: আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আয়েশা আক্তার শেফাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. শারমিন আহমেদ তিথী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়