০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ৭ মে ২০২৫

বন্দরে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

বন্দরে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ মে) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, একরামপুর ইস্পাহানী এলাকার সোহেল মিয়ার ছেলে সৌরভ (২২), কুমারপাড়া এলাকার বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে হৃদয় চন্দ্র বর্মন (২০), ইস্পাহানী মাছ বাজার এলাকার মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে রাকিব (২৫), চাঁনপুর এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), জিওধরা এলাকার সৈয়দ জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), চাপাতলি এলাকার আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে ফারুক (৪৫), শাহীমসজিদ এলাকার আব্দুল সোবহান মিয়ার ছেলে সজিব (২৬), দেওয়ানবাগ এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে মাজিদুল ইসলাম (৪০), নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত দুলাল বেপারীর ছেলে জাহের বেপারী (৬০) ও স্বল্পের চক এলাকার আলী হোসেনের ভাড়াটিয়া মৃত আশ্রাফ আলী মিয়ার ছেলে আব্দুর রহিম (৬৪)।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়