০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ১৩ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হাবিবুর রহমান হবি (৩২)। তিনি কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় নতুন ভাড়া বাসায় বৈদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাবিবুর রহমান। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে, বুধবার (১২ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে তারা অবগত আছেন, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

সর্বশেষ

জনপ্রিয়