সোনারগাঁয়ে ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং পুলিশের নিয়মিত অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলায় আরও ৯ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ অভিযানটির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ২ আসামি, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য মামলায় ৪ জন রয়েছে।