০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ২১ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে অনুমোদনহীন ভবনে রাজউকের অভিযান, জরিমানা

রূপগঞ্জে অনুমোদনহীন ভবনে রাজউকের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনবহির্ভূত ও নকশাবহির্ভূত ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান চালিয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ৮টি অবৈধ ভবনে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর মধ্যে ৬টি নির্মাণাধীন আবাসিক ভবন, একটি হাসপাতাল ও একটি শিল্প প্রতিষ্ঠানের ভবন অন্তর্ভুক্ত রয়েছে। অভিযানে ভবনের বর্ধিত ও অবৈধ অংশ ভেঙে ফেলা হয়, এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিকদের ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩ এর অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল, ইমারত পরিদর্শক মো. আব্দুর রহিম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, “ড্যাব অন্তর্ভুক্ত সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় রাজউকের অনুমোদন ছাড়া কোনো আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণ আইন বহির্ভূত। কিন্তু তারাবো পৌরসভার প্রায় সব এলাকাতেই নাগরিক সুবিধা উপেক্ষা করে এভাবে ভবন নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে আবারও নিয়মবহির্ভূত নির্মাণ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে রাজউকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

সর্বশেষ

জনপ্রিয়