০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ১০ মার্চ ২০২৫

রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আতলাপুর বাজার এলাকার গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হূমায়ুন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন লিটন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শিক্ষাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ। 

ইফতার পূর্বে এক বিশেষ মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সারাদেশের মানুষের কল্যাণ ও শান্তির জন্য দোয়া করা হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়