রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. হামিম (২৪)।
জেলার সহকারী পুলিশ সুপার ('সি' সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর মধ্যে কিছুদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছিল। এরই প্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করি।”
তিনি আরও বলেন, “তাদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল ও ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।”