রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই দিনে ১০ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযান চালিয়ে গত দুই দিনে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) ও শুক্রবার (৭ মার্চ) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে বিআরটিসি বাসে নিয়োজিত ঠিকাদার রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হচ্ছিল। চাঁদার টাকা না দেওয়ায় বেশ কয়েকজন চালককে মারধর এবং কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩০০ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামের দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে।
মেহেদী ইসলাম আরও জানান, এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ২১ জনকে নামীয় ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করে। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার পাঁচজন ও শুক্রবার আরও পাঁচজনসহ মোট ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।