গডফাদার শামীম ওসমানের কারণে অবহেলিত আমরা: কুতুবপুরবাসী
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। তারা বলেন, এটি মূলত বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ শামীম ওসমানের কারণে ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো পশ্চিম রসূলপুর (ভাঙ্গাপুল), উত্তর রসূলপুর, মধ্য রসূলপুরসহ বৃহত্তর রসূলপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় এবং বাড়িতে গিয়ে গণস্বাক্ষর কর্মসূচি চালানো হয়। নারী-পুরুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন এবং তাদের মতামত প্রকাশ করেন।
স্বাক্ষর প্রদানকালে সাধারণ মানুষ জানান, বিগত সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সাংসদ শামীম ওসমান ও তার অনুসারী চেয়ারম্যান ও মেম্বাররা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বর্তমানে তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। নাহলে প্রত্যেক পাড়া-মহল্লায় সিটি কর্পোরেশন বাস্তবায়নের জন্য সংগ্রাম গড়ে তোলা হবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস.এম কাদির, বায়তুল আমান জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি আলী একাবর ঢালী, কুড়েঘরের (The Hut) সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ মেহেদী, পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক মো. আনোয়ার তরফদার, মো. রফিকুল ইসলাম, মো. লিটনসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





































