সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রতনদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।
নিহত ব্যক্তির নাম নয়ন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার সহকর্মী আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল হক (৪০), সজীব মিয়া (৩০), আকবর আলী (৫০), হৃদয় মিয়া (২৫), রকেট (২৫), রুবেল মিয়া (২৫), তানভীর মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (২৬)।
তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি কাজী ওয়াহিদ।
স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কাজশেষে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। মহাসড়কে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে নয়ন নামে ওই রাজমিস্ত্রি ছিটকে মহাসড়কে পড়ে মারা যান।”
এ ঘটনায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ট্রাক ও তার চালককে শনাক্ত করা যায়নি বলে জানান কাঁচপুর থানার ওসি।