০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৬, ২৮ এপ্রিল ২০২৫

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কমিটিতে ফতুল্লার জুবায়ের

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কমিটিতে ফতুল্লার জুবায়ের

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনের কাজে সংগঠিত করার লক্ষ্যে ‘ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এনসিপি ঘোষিত ‘ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটি’র এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার সন্তান জুবায়ের আহমেদ।

এশিয়া অঞ্চলের প্রতিনিধি মনোনীত হওয়ায় সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর পাকাপুল এলাকায় এক সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদকে সহকর্মীরা শুভেচ্ছা জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির নারায়ণগঞ্জ জেলা সংগঠক তানজিমুল ইসলাম বলেন, "মোদী বিরোধী আন্দোলন থেকেই আমি জুবায়ের ভাইয়ের সঙ্গে রাজনীতিতে যুক্ত হই। মাসদাইর এলাকায় বিগত ফ্যাসিস্টদের একটি শক্ত ঘাঁটি ছিল, সেখানে আমরা সম্মিলিতভাবে তাদের বিরোধিতা করেছি। এরপর জুলাই গণঅভ্যুত্থানেও একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। আজ এশিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের দায়িত্ব জুবায়ের ভাই পেয়েছেন—এটা মাসদাইরের জন্য গর্বের বিষয়।"

তিনি আরও বলেন, "আমরা খুবই আনন্দিত যে মাসদাইরের একজন সন্তান আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পেয়েছেন।"

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এর মূল লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের এই প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। ২৭ এপ্রিল রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া জুবায়ের আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলার সংগঠক তানজিমুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, মো. সবুজ এবং তরিকুল ইসলাম রাকিব।

সর্বশেষ

জনপ্রিয়