০৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ৫ মে ২০২৫

বন্দরে চুরি ও ওয়ারেন্টভুক্ত মামলায় ৬ জন গ্রেপ্তার

বন্দরে চুরি ও ওয়ারেন্টভুক্ত মামলায় ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযানে চুরির ঘটনায় ২ জন এবং ওয়ারেন্টভুক্ত মামলায় ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

চুরি মামলায় গ্রেপ্তার ২ চোর
সোমবার ভোর ৫টায় বন্দর থানার আমিনাবাদ এলাকা থেকে পানির মোটর চুরি করে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: দেউলী চৌরাপাড়া এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে আল আমিন (২৮), ও মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে নূর ইসলাম (৩৯)।

বন্দর থানা পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্দর থানায় চুরি মামলা রুজু করা হয়েছে।

ওয়ারেন্ট তামিল অভিযানে গ্রেপ্তার ৪
পুলিশের আরও একটি অভিযানে রোববার (৪ মে) বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে। তারা হলেন: দেউলী চৌরাপাড়া এলাকার ইসমাঈল মিয়ার ছেলে লিটন (২০), দড়ি সোনাকান্দা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সেলিম (৪০), উত্তর লক্ষণখোলার বাদশা মিয়ার ছেলে রকিবুল হাসান (৩২), নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৮)। 

বন্দর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে ওয়ারেন্ট তামিল ও চুরি দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়