বন্দরে গ্রাইন্ডিং মেশিনের আঘাতে স্কুল কর্মচারির মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে গ্রাইন্ডিং মেশিনে রেক তৈরির কাজ করার সময় দুর্ঘটনায় ডেভিড ম্রং (৪০) নামে এক স্কুল কর্মচারির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার (৪ মে) বিকেলে স্কুল ছুটির পর নিজ বাসার রান্নাঘরে গ্রাইন্ডিং মেশিনে রেক তৈরির কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ডেভিড ম্রং নেত্রকোনার দুর্গাপুর থানার বিরিশিরি কনিকা গ্রামের মৃত দীলিপ রেমার ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের উত্তর নোয়াদ্দা এলাকায় অবস্থিত নাজিমউদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যালয়ের আরেক কর্মচারী রিপন মিয়া জানান, রোববার বিকেলে স্কুল ছুটির পর ডেভিড ম্রং তার বাসায় গ্রাইন্ডিং মেশিন দিয়ে রেক তৈরির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত মেশিনটি তার হাত ফসকে পড়ে যায় এবং ঘূর্ণায়মান সুচালো অংশ তার হাত ও পেটে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে কেউ যদি অভিযোগ করে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"