০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০২, ৩০ এপ্রিল ২০২৫

বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রাত দুইটার দিকে মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় গণপিটুনির শিকার হন মো. রাহিম নামে ২২ বছর বয়সী ওই যুবক।

নিহত রাহিম দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বারপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে চুরি করতে যাওয়ার অভিযোগে স্থানীয়রা ওই যুবককে মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সকালে আহত যুবক মারা যান।

“প্রবাসীর বাড়িতে তার স্ত্রী একা থাকেন। ওই বাড়িতে ওই যুবক ঢুকেছেন বলে অভিযোগ রয়েছে। প্রবাসীর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা যুবককে মারধর করেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেও এ সংক্রান্ত পূর্ব কোনো অভিযোগ নিহতের বিরুদ্ধে পাওয়া যায়নি। এই ঘটনার সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে”, বলেন ওসি।

এই ঘটনায় হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়