আড়াইহাজারে একরাতে চার বাড়িতে ডাকাতি, দুইজন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামে একরাতে চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত চলা এই সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডা. আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস এবং তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২২ হাজার টাকা, প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
ডাকাতির সময় ডা. আব্দুল মান্নানের বাড়িতে থাকা বৃষ্টি ও আছিয়া বেগম নামে দুইজন নারীকে মারধর করে আহত করে ডাকাত দল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি।”