আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) রামচন্দ্রদী ও গোপালদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট।
অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, একাধিক মাদক মামলার হাসিনা (৬০), আলম (৩৯), এবং শফিকুল ইসলাম ওরফে ল্যাংড়া শফিক (৪৫)।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আটক করা হয়, লিটন (২৪) ও বাবুল (৩৫)–কে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।