অনলাইন ট্রেড লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে ট্রেড লাইসেন্স। সোমবার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের অনলাইন সেবা পাইলটিং কার্যক্রমের মাধ্যমে সিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেকোনো গ্রাহক অনলাইনের মাধ্যমে সব ধরনের ট্রেড লাইসেন্সের জন্যে সরাসরি আবেদন করতে পারবে।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সহকারী সচিব মোহাম্মদ হাসান মিয়া, লাইসেন্স পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রেস নারায়ণগঞ্জ.কম