রূপগঞ্জ থেকে অপহৃত ১৩ বছরের কিশোরীকে ময়মনসিংহে উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ১৩ বছর বয়সী কিশোরী নাজিয়া তাসনীমকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই জানায়, ভিকটিম নাজিয়া তাসনীম (১৩) গত ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকা থেকে অপহৃত হয়। অপহরণের ঘটনায় অভিযুক্তরা হলেন, মাহমুদুল হাসান সিয়াম (২১), তার পিতা মোজাম্মেল হক (৪২), এবং মাতা মালেকা আক্তার (৪০)। এরা পরস্পর যোগসাজশে কিশোরী নাজিয়া তাসনীমকে অপহরণ করে নিয়ে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার তারাকান্দার পাকুরতলা এলাকা থেকে ৮ মার্চ বিকেল সাড়ে ৪টায় পিবিআইয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
পিবিআই আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিম নাজিয়া তাসনীমকে জবানবন্দি রেকর্ড করার জন্য পাঠানো হয়েছে।