রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল, ১৬ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) রাতে রূপগঞ্জ উপজেলার মনিপুরি পাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি অপু দাস রূপগঞ্জ ইউনিয়নের মনিপুরি পাড়া এলাকার বাসিন্দা এবং সাব্বির কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রোববার রাতে মনিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ অপু দাসকে এবং নগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।