০১ মে ২০২৫

প্রকাশিত: ১৮:৩৮, ১ নভেম্বর ২০২০

আপডেট: ১১:২৩, ২ নভেম্বর ২০২০

দুদকের জালে মদনপুরের সেই সুরুজ মিয়া

দুদকের জালে মদনপুরের সেই সুরুজ মিয়া

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুরুজ মিয়া ওরফে বিড়ি সুরুজের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো. তালেবুর রহমান মামলা দায়েরের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের মার্চে সুরুজ মিয়ার বিরুদ্ধে তদন্তে নামে দুদক। প্রাথমিক তদন্তে নেমে সম্পত্তির বিবরণী চায় দুদক। এই বিবরণীতে সম্পদের তথ্য গোপন করেন সুরুজ মিয়া। পরে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।

সুরুজ মিয়া নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের চাঁনপুর এলাকার মৃত আফিস উদ্দিন প্রধানের ছেলে। তিনি সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। থাকেন রাজধানীর টিকাটুলীর প্যারামাউন্ট কর্নকর্ড-৯ এর একটি ফ্ল্যাটে। তার ব্যবসায়ীক কার্যালয় মতিঝিলের সেনাকল্যাণ ভবনে হলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবই নারায়ণগঞ্জের মদনপুরে।

বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, একসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ বিড়ি বিক্রেতা থেকে বর্তমানে হাজার কোটি টাকার মালিক সুরুজ মিয়া। তার বিরুদ্ধে অন্যের জমি দখলেরও অভিযোগ রয়েছে। বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে চানপুর এলাকায় এশিয়ান হাইওয়ের পাশেই শত শত বিঘা জমির ওপর গড়ে উঠেছে সুরুজ মিয়া গ্রুপ। সেখানে রয়েছে সুরুজ মিয়া স্পিনিং মিল, সুরুজ মিয়া জুট স্পিনিং মিল, সুরুজ মিয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, টাইটানিক অয়েল মিলস, টাইটানিক সল্ট ইন্ডাস্ট্রিজ, টাইটানিক ও মাস্টার্ড অয়েল মিলস। আকিজ বিড়ি ও আকিজ সিমেন্টের ডিলারশিপ ছাড়াও সেখানে রয়েছে তাঁর বিশাল জমির ব্যবসা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়