০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৯, ১৪ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৭টি দোকান

সিদ্ধিরগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৭টি দোকান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া রাত পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার, স্বর্ণের দোকান, লেপ-তোশক ও পান-সিগারেটের দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার মার্কেটে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আদমজী ইপিজেড ও কাঁচপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “আগুনে ফার্নিচার, স্বর্ণের দোকান, লেপ-তোশক ও পান-সিগারেটের দোকানসহ ৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
 

সর্বশেষ

জনপ্রিয়