সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে চিটাগাং রোডের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি কাসেম আল হোসাইনি এবং সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা সেক্রেটারি মাওলানা নূর হোসাইন নূরানী।
প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাইখুল হাদিস মুফতী বশীরুল্লাহ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আজাহারুল ইসলাম, ঢাকা মহানগর সেক্রেটারি মুফতী শরীফুল্লাহ, ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী এডভোকেট আশিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সভাপতি ইসমাইল হোসাইন, খেলাফত মজলিশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মুহাম্মদ খান, বাংলাদেশ খেলাফত মজলিশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা ইব্রাহিম আদনান, তানজিমুল উম্মার পরিচালক মোহাম্মদ কবির হোসাইন, ডা. মুহাম্মদ কামাল পাশাসহ স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ।
মাওলানা মুসা বিন ইজহার বলেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, হায়নারা এখনো চক্রান্তে লিপ্ত আছে। তাই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। চব্বিশের আন্দোলনের মাধ্যমে দেশ মাত্র একটি ধাপ পেরিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সফলতা এখনো আসেনি। আমাদের ওপর অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, ধৈর্য ও সবরের মাধ্যমে আমরা তার সঠিক বিচার চাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না। রাজনৈতিক চক্রান্ত মোকাবিলায় ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তারা দাবি করেন, ধর্ষণ, খুন, চাঁদাবাজির মতো অপরাধ বন্ধ করতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।