ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, ফতুল্লা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া, সমাজসেবক মোবারক হোসেন চৌধুরী হান্না, সমাজসেবক শাহানুর ইমাম বাবুল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনুদ্দিন, মাসদাইর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম প্রধান, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাজী সৈয়দ ওবায়দুল উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি পিঁয়ার চান, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলীম লিটন।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নির্বাহী সদস্য মো. আবু সাঈদ।
দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা ইকবাল হোসেন।