শীতলক্ষ্যা নদীর মাটি লুট: বিআইডব্লিউটিএ’র মামলা

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি লুটের ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী সমন্বয় কর্মকর্তা মো. রমিজউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।
মো. রমিজউদ্দিন জানান, বন্দরের বক্তারকান্দি, দেউলী চৌরাপাড়া এলাকায় প্রতিদিন গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এস্কাভেটর ও ট্রাক ব্যবহার করে সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর তীরভূমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে নদীর তীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীতলক্ষ্যার পাড়ে মাটি চুরি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে তিনি এ মামলাটি করেন।
এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। অবৈধ মাটি উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।