ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে রাজীব
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সানির অবস্থার খোঁজ নিতে সেখানে যান তিনি। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সানির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নেন। পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতালে মাশুকুল ইসলাম রাজীবের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সামাউন ইসলাম স্বর্ণা প্রমুখ।
নেতৃবৃন্দ সানির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সাহস যোগান।





































