তরুণদের জন্য সুযোগ তৈরি করা জরুরি: মাসুদুজ্জামান
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণদের জন্য সহযোগিতা ও সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “তরুণরা কাজ করতে চায়, কিন্তু ফান্ডের অভাবে এগোতে পারে না। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জায়গাগুলো মসৃণ হলে তরুণরা ভবিষ্যতে আমাদের জায়গায় আসতে পারবে।’’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করে বলেন, “প্রতি বছর নারায়ণগঞ্জে ডেঙ্গু ভয়াবহ রূপ নেয়। কিন্তু জেলা প্রশাসন, সিভিল সার্জন, সিটি করপোরেশন আগেই কেন উদ্যোগ নেয় না? পরিস্থিতি খারাপ হলে তখন ফগার মেশিন নিয়ে নামা—এটা অভিনয়ের মতো।”
তিনি আরও বলেন, “আমাদের অধিকার আছে স্বাস্থ্যসেবা পাওয়ার। প্রশাসন কিংবা সিটি করপোরেশন পাশে দাঁড়াবে—এটা কোনো দয়া না, নাগরিকের অধিকার।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে তিনি বলেন, “উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। স্বাধীনতার পরে এত ত্যাগ কোনো মা খুব কমই দিয়েছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, জামায়াতের নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সানজিদা আক্তার মিতু, সিনিয়র অফিসার তানভীর মোহাম্মদ সুজন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।





































