খোরশেদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও রুশোর স্মরণে দোয়া
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল হক, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের আশার প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা কামনায় প্রত্যেকে আন্তরিকভাবে দোয়া করবেন।”
তিনি আরও বলেন, রুশো ছাত্রদল থেকে শুরু করে রাজপথের প্রতিটি আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছেন এবং দলীয় কর্মসূচিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন।
ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তিনি জীবদ্দশায় গণতন্ত্রের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছেন।”
রুশো সম্পর্কে তিনি বলেন, “রুশো ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান একজন নেতাকর্মী। তাঁর মৃত্যু সহজে পূরণ হওয়ার মতো নয়।”
সভাপতির বক্তব্যে খোরশেদ বলেন, রশিদুর রহমান রুশো দলের প্রতি নিবেদিতপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন নেতা ছিলেন। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়ার আহ্বান জানাচ্ছি।”
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।





































