১৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৬, ১৪ নভেম্বর ২০২৫

যানজটের জন্য ক্ষমা চাইলেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান

যানজটের জন্য ক্ষমা চাইলেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ শহরে সৃষ্ট যানজটের জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) তার নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলের কারনে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকাল চারটায় খানপুর হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণ্ডলপাড়ায় গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে তাকে প্রার্থী মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রায় দশ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলের কারনে শহরজুড়ে স্বাভাবিক যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মাসুদুজ্জামান মাসুদ যানজটের জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “আজ শহরে যে যানজট হয়েছে, আমাদের সমাবেশই তার জন্য অনেকটাই দায়ী। আমি নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে বড় সমাবেশগুলো কীভাবে শহরের বাইরে আয়োজন করা যায়—সে বিষয়ে আমরা ভেবে দেখব।”

গণমিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। স্লোগান আর খণ্ড খণ্ড মিছিলের উপস্থিতিতে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, আনোয়ার হোসেন আনু, সাবেক যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সদস্য বিল্লাল হোসেন, ফারুক আহমেদ, এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, যুবদল নেতা সরকার আলম, মোয়াজ্জেম হোসেন মন্টি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়