নাসিক ১৪নং ওয়ার্ডে সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবি এম সিরাজুল মামুনের পক্ষে নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ১৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ারবাগ মসজিদ থেকে গণসংযোগ শুরু করে দলীয় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। কর্মসূচিটি দুই নম্বর গেইট, পানির ট্যাংকি হয়ে মাসদাইর বাজারে এসে শেষ হয়।
গণসংযোগকালে নেতৃবৃন্দ এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে স্লোগান দেন।
এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আবদুল গনী, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, ডা. সাইফুল ইসলাম প্রমুখ।





































