মাসুদুজ্জামানের সঙ্গে হোসিয়ারি সমিতির নেতারা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নেতারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ী সংগঠনটির সভাপতি বদিউজ্জামান বদু, সহসভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং হোসিয়ারি সমিতির পরিচালক দুলাল মল্লিক।
এ সময় তাদের মধ্যে হোসিয়ারি ব্যবসায়ের বর্তমান পরিস্থিতি ছাড়াও নানা বিষয়ে আলোচনা হয়।
মাসুদুজ্জামান রপ্তানিমুখী পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিও ছিলেন।





































