১৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:১৯, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:২১, ৭ অক্টোবর ২০২৫

তারেক রহমান আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন: খোরশেদ

তারেক রহমান আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন: খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রার্থী মাকসুদুল আলম খন্দকার (খোরশেদ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) শহরের কালীরবাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির শুরুতে কালীরবাজারের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন খোরশেদ। তিনি সাধারণ জনগণের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে ৩১ দফার মূল ভাবার্থ এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সবাইকে দুই হাত বাড়িয়ে রাষ্ট্র সংস্কারের এই কর্মসূচি সম্পর্কে সজাগ থাকার অনুরোধ জানান।

খোরশেদ বলেন, “বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে সক্ষম। তিনি প্রতিহিংসা ত্যাগ করে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা অন্ধভাবে অনুসরণ করবেন না। ৩১ দফা নিজে পড়ে দেখুন, পরে বিচার করবেন বিএনপি প্রতিশ্রুতি রাখে কি না।”

তিনি আরও বলেন, “গত ষোল বছরে যে দুর্দশা সৃষ্টি হয়েছে, তা ফ্যাসিস্ট শাসনের ফলে। রাষ্ট্র মেরামতের কাজ করতে তারেক রহমান যেসব প্রস্তাব দিয়েছেন, তা এই জাতির রূপান্তরের পথ। আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, তখনই নিরাপদ ভবিষ্যতের পথ খুলবে।”

খোরশেদ বলেন, বিএনপি এক বড় দল; এখানে অনেক যোগ্য নেতা-কর্মী আছে। দলের অভ্যন্তরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেন্দ্র যেন যাকে মনোনয়ন দেয়, সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবে- এটাই তাদের মূল মনোভাব।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের মধ্যে ছিলেন শাহজাহান খন্দকার, হারুন জামাল, আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, মো. মুসা, ওসমান গনি, রানা মুন্সী, মো. মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেনসহ শতাধিক কর্মী।

সর্বশেষ

জনপ্রিয়