২০ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ১৯ জুলাই ২০২৫

পথসভায় গণজোয়ার: নারায়ণগঞ্জবাসীর প্রতি এনসিপির কৃতজ্ঞতা

পথসভায় গণজোয়ার: নারায়ণগঞ্জবাসীর প্রতি এনসিপির কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পথযাত্রায়' জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কর্মসূচি সফল হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি। শনিবার (১৯ জুলাই) বিকেলে চাষাঢ়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন একইসঙ্গে আরও তিনটি রাজনৈতিক দলের কর্মসূচিও ছিল। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতিও শুভেচ্ছা জানিয়েছে তারা। দলের কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ও নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক শওকত আলী এবং এনসিপি কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু পৃথকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। 

দলের কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ও নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক শওকত আলী বলেন, “নারায়ণগঞ্জে এনসিপির পথসভায় গণজোয়ার সৃষ্টি হওয়ায় আমরা নারায়ণগঞ্জের সকল মানুষের প্রতি কৃতজ্ঞ। গণঅভ্যুত্থানসহ দীর্ঘ সময় ধরে এই শহরের মানুষ গডফাদারদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। এই শহর আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ একটি স্থান। যাঁরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠান সফল করতে পাশে ছিলেন, সংবাদ প্রচারে সহায়তা করেছেন—সবার প্রতিই আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে এনসিপির পাশাপাশি গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মহানগর বিএনপির কর্মসূচিও ছিল। সবগুলো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতিও আমরা শুভেচ্ছা জানাই। তবে এক দিনে একাধিক কর্মসূচি হওয়ায় স্বাভাবিকভাবেই শহরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এদিকে এনসিপি কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, “১৮ জুলাই ২০২৫, আমার জন্মস্থান নিতাইগঞ্জ থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছিল। চাপ ও চ্যালেঞ্জের মধ্যেও কর্মসূচি সফলভাবে শেষ করা গেছে—এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

প্রত্যেক অংশগ্রহণকারী, প্রশাসন, সাংবাদিক, স্থানীয় মানুষ—সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এনসিপি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ থাকবে, বিশেষ করে যারা জুলাই গণঅভ্যুত্থান ও এর শহীদদের সম্মান জানিয়েছেন।”

সর্বশেষ

জনপ্রিয়