জাসাস নেতা আনিসুল ইসলাম সানি
অশুভ চক্র তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'ধারাবাহিক মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও ষড়যন্ত্রের' প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহানগরের সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহ মো. বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, “তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি যখন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন নিয়ে কথা বলছেন, তখনই অশুভ চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার প্রতীক্ষায় বসে আছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ, সেই তারেক রহমানকে নিয়ে কটূক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকেরা মেনে নেবে না।”
দেশবিরোধী ষড়যন্ত্র চলছে দাবি করে সানি আরও বলেন, “পাশের একটি দেশ থেকে ষড়যন্ত্রের হাওয়া দিচ্ছে। তাদের ইশারায় বাংলাদেশে ঘাপটি মেরে থাকা সহযোগীরা নব্য একটি দলকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। আপনারা গোপালগঞ্জে যে নাটক শুরু করেছেন, তা বাংলাদেশের জনগণ ভালো করেই বুঝে ফেলেছে। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব।”
সভাপতির বক্তব্যে মহানগর জাসাস সভাপতি মো. স্বপন চৌধুরী বলেন, “যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছেন এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই—জাসাস একটি সুশীল সংগঠন। আমরা সামাজিক ও নৈতিকতার ভিত্তিতে সংগঠন পরিচালনা করি। তবে আমরা যদি রাস্তায় নামি, তখন আপনারা রাজপথে থাকতে পারবেন না।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর জাসাস সভাপতি মো. স্বপন চৌধুরী। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারীদের শুভবুদ্ধির উদয় হোক। জাসাস একটি সুশীল ও নীতিনৈতিক সংগঠন। তবে রাজপথে নামলে আমাদের প্রতিরোধও কঠিন হবে।”
মানববন্ধনে মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন সঞ্চালনা করেন।
উপস্থিত ছিলেন—মহানগর জাসাসের সহ-সভাপতি মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, আব্দুল হাই, জাহাঙ্গীর হোসেন মিজি, শাহাদাৎ হোসেন সাধু, এম এ সাত্তার ভুট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জাসাস ঢাকা মহানগর (উত্তর) শাখার সদস্য সচিব মো. সোহেল, সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গালিব, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালী, সদস্য সচিব আকাশ প্রধান, বন্দর থানা জাসাসের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির দেশবিরোধী তৎপরতা এবং বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে নারায়ণগঞ্জ মহানগর জাসাস।”