প্রতিবন্ধী স্কুলে সিলিং ফ্যান বিতরণ মানব কল্যাণ পরিষদের

সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল মধুগড় এলাকায় আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার দ্বারা পরিচালিত প্রতিবন্ধী স্কুলে দুটি সিলিং ফ্যান বিতরণ করেছে মানব কল্যাণ পরিষদ।
শনিবার (১৯ জুলাই) দুপুরে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সংগঠনের পক্ষে প্রতিবন্ধী স্কুলের সভাপতি মো. সেলিম রেজার হাতে ফ্যান দুটি তুলে দেন।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা ফ্যান পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতিসহ স্কুলের শিক্ষকরা মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ প্রসঙ্গে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, প্রতিবন্ধীদের বোঝা মনে করা যাবে না। তারা আমাদেরই সন্তান এবং তাদের সঠিক পরিচর্যায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়ে এবং ক্লাস করতে অসুবিধা হওয়ায় আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ বিষয়টি জানতে পেরে সাংগঠনিক অর্থায়নে দ্রুত দুটি সিলিং ফ্যান ব্যবস্থা করে দেয়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি ও মানবিক যোদ্ধা মো. দেলোয়ার হোসেন খোকন ও সমাজকর্মী মো. ইমতিয়াজ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।