কাঁচপুরে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার স্থাপন

জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের স্মরণে "শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার" পাঠাগার স্থাপন করেছে কাঁচপুরের বিপ্লবী ছাত্র-জনতা। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় কাঁচপুরে কয়েক শত ছাত্র-জনতার উপস্থিতিতে পাঠাগারটির উদ্বোধন করা হয়। এসময় মিছিল-স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা।
উদ্বোধনী আয়োজনে কাঁচপুরের শিক্ষিত ও সচেতন তরুণেরা অংশ নেন। কাঁচপুরের ছাত্র-জনতা আশা প্রকাশ করেন, শহীদ আবু সাঈদের নামে গঠিত এই পাঠাগার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তচিন্তার উন্মুক্ত চর্চাস্থল হয়ে উঠবে।