সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আসিফ আল জিনাত।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেলের ফাইরুজ তাসনিম।
নবাগত ইউএনও মো. আসিফ আল জিনাত ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোনারগাঁয়ে যোগদানের আগে তিনি সর্বশেষ একই পদে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলায়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





































