০৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৯, ৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাধারণ পাঠাগারের দোয়া 

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাধারণ পাঠাগারের দোয়া 

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লার তল্লাস্থ সাধারণ পাঠাগারের উদ্যোগে বিশেষ দোয়া- মোনাজাত করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাধারণ পাঠাগারে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।

এতে সভাপতিত্ব করেন সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন এবং মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি মঈন আহ্সান। 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহবুব রহমান চৌধুরী স্বপন,সহসভাপতি মো.শামসুল আলম, আলী ইমরান, দিদারুল ইসলাম, টুটুল, রুবেল, মনির, সালেহীন, অনু, রোমানা প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়