কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণস্বাক্ষর
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবিতে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাগলা রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কুতুবপুরের সর্বস্তরের মানুষ- ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও শ্রমজীবী জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিনেই প্রায় দশ হাজারেরও বেশি মানুষ এতে স্বাক্ষর করেছেন।

কর্মসূচির আয়োজকরা জানান, এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী কয়েকদিন কুতুবপুরের বিভিন্ন পাড়া-মহল্লা, মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, হাট-বাজারে চলমান থাকবে।
স্বাক্ষর প্রদানকালে সাধারণ নাগরিকরা অভিযোগ করেন, “ইউনিয়ন পরিষদের কার্যক্রমে উন্নয়ন নেই, শুধু ট্যাক্স আদায় হয় কিন্তু সেবা মেলে না। কুতুবপুরে রাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া ছাড়া বিকল্প নেই।”
গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক জমাদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব এস. এম. কাদির, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম মিঠুন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, নাসির উদ্দিন প্রধান, জাহের মোল্লা, দ্বীন ইসলাম দিলু, সানাউল ইসলাম শানু, পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু ফনিন্দ্র চন্দ্র বাড়ৈ, সাইদ রেজা সুমন, আমির হোসেন, মাসুদ, শাহাবুদ্দিন প্রমুখ।





































