১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৭, ১২ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

রূপগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলার ঝুটের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফয়সাল নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মেশিনারিজসহ সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউন মালিক।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, “দুপুরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডেমরার দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা তুলা, কাপড়ের ঝুট ও মেশিনারিজ সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।”

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হননি।

সর্বশেষ

জনপ্রিয়