১৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ১৪ নভেম্বর ২০২৫

গণস্বাক্ষরের মাধ্যমে কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্তির দাবি

গণস্বাক্ষরের মাধ্যমে কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্তির দাবি

কুতুবপুর ইউনিয়নের জনগণ তৃতীয় দিনও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, মুসলিমপাড়া, পূর্ব শাহী মহল্লা ও পাগলা পূর্বপাড়া (অর্ধাংশ) এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শহরের নারী ও পুরুষরা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে গণস্বাক্ষর প্রদান করেন এবং বলেন, “আমরা দীর্ঘদিন নিয়মিত কর প্রদান করছি, তবুও কুতুবপুরের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের কোনো সুবিধা পাইনি। তাই আমাদের একমত ও ঐক্যমত প্রমাণের মাধ্যমে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।”

গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির উপদেষ্টা ও পাগলা বাজার সমিতির সভাপতি মোঃ মাজহারুল আলম মিথুন, সদস্য সচিব এস.এম. কাদির, মোঃ আনিসুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নাসির উদ্দিন প্রধান, মোঃ হায়দার আলী, মোঃ ইব্রাহিম গাজী, এম এ জাহের মোল্লা, আদালত ভূইয়া স্যার, প্রগতি সভাপতি আমির হোসেন লিটন, মোঃ হুমায়ন কবির, মোঃ সুজন, ইসহাক খাঁন, মোঃ মহসিন দেওয়ান, মোঃ বাবু, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, আশিকুল্লাহ রাশেদ, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়