০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৪, ১১ নভেম্বর ২০২৫

পাগলায় বায়ুদূষণের অপরাধে বালু ব্যবসায়ীকে জরিমানা

পাগলায় বায়ুদূষণের অপরাধে বালু ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বায়ুদূষণের অপরাধে মেসার্স নিপুন ট্রেডার্স নামে এক বালুগদির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে অন্যান্য বালুগদির মালিকদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পাগলা তালতলা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. রাসেল মাহামুদ প্রসিকিউশন প্রদান করেন।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১(খ) বিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী নিপুন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য বালুগদি মালিকদের বায়ুদূষণ রোধে নির্মাণসামগ্রী ঢেকে রাখা ও নিয়মিত পানি ছিটানোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান শেষে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত রাস্তা নির্মাণে দায়িত্বপ্রাপ্ত এস ডি এল কিউ অ্যান্ড সি এস আই জে ভি প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল সেফটি অফিসার মো. লিটনসহ সংশ্লিষ্টদের নিয়মিত পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তাৎক্ষণিকভাবে রাস্তায় পানি ছিটানো হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়